বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। ‘সামঞ্জস্য ও শান্তির জন্য যোগ’ প্রতিপাদ্য নিয়ে রবিবার সকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভারতীয় হাই কমিশনের আয়োজনে দিবসটি পালিত হয়। এ আয়োজনের সহযোগিতায় ছিল জাতিসংঘ ও বাংলাদেশ যোগ অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকাদার, ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা, জাতীয় দলের ফুটবলার জাহিদ হাসান এমিলি, চলচ্চিত্র অভিনেতা আরেফিন শুভ, সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ ও আঁখি আলমগীর।
অনুষ্ঠানে যোগব্যায়ামের বিভিন্ন আসন ও কসরৎ প্রদর্শন করেন ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যোগব্যায়াম কোর্সের শিক্ষার্থী এবং বাংলাদেশ যোগ অ্যাসোসিয়েশনের সদস্যরা। আসনগুলোর মধ্যে ছিল: বজ্রাসন, শবাসন, উজ্জীবন, অর্ধচন্দ্রাসন, সর্বাঙ্গসন। অনুষ্ঠানের শেষ ভাগে আমন্ত্রিত অতিথিরাও অংশ নেন যোগ ব্যায়ামের আসনগুলোতে।
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল ধারণাটি আসে ভারত থেকে। প্রাচীনকাল থেকেই ভারতে যোগ ব্যায়ামের প্রচলন। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব রাখেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘের ১৭৭টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মতিক্রমে ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব গ্রহণ করা হয়। জাতিসংঘের সব সদস্যদের ভোটে সুপারিশ পাস হওয়ার রেকর্ড গড়ে এ দিবসটি। ২০১৫ সালের ২১ জুন প্রথমবার পালিত হয় আন্তজার্তিক যোগ দিবস। গত বছর বাংলাদেশে যোগ দিবস পালনের মূল আয়োজনটি হয়েছিল শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে।
বিডি -প্রতিদিন/ ২১ জুন, ২০১৬/ আফরোজ