ঘটতে পারতো আরও বড় অঘটন। রাজধানীর ধানমন্ডি-৬ নম্বরে সড়কে কয়েকটি গাড়ির ওপর উপড়ে পড়া গাছটি দেখে আঁতকে উঠবেন যে কেউ। এই ঘটনায় গাছের চাপায় অটোরিকশার একজন চালক গুরুতর আহত হয়েছেন। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধানমন্ডি ৬ নম্বরের গতকাল বৃহস্পতিবার বিকালে সড়কের পাশে থাকা এক বৃহদাকার গাছ উপড়ে পড়ে একটি সিএনজিসহ কয়েকটি গাড়ির ওপরে। এতে একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বৃহস্পতিবারই গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে একদিন পার হয়ে গেলেও সড়কে থাকা গাছটি শুক্রবারও রাস্তা থেকে পুরোপুরি সরিয়ে নেয়া যায়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সংশ্লিষ্ট একজন প্রকৌশলী গণমাধ্যমকে জানিয়েছে, গাছটি পড়ার সময় সেখানে একটি প্রাইভেট কার পার্ক করা ছিল। ওই প্রাইভেট কারসহ দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশার ওপর গাছটি পড়ে। গাছের নিচে একটি অটোরিকশার মধ্যে চালক আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সহায়তায় অটোরিকশার গ্রিল কেটে তাকে উদ্ধার করা হয়।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। তাদের অনেকেই হতবাক হয়ে গেছেন। তারা বলছেন, এ ঘটনায় বাহনগুলোতে থাকা আরও বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। যে যার মতো চলে যাওয়ায় তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পড়ার কয়েক ঘণ্টা পর গাছ কেটে রাতে অর্ধেক রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, চাপা পড়া অটোরিকশাটি শুক্রবার রাতের মধ্যেও সরানো যাবে না। গাছটি সরাতে শনিবার ভোর পর্যন্ত সময় লাগতে পারে।
তবে এই ঘটনা রাজধানীবাসীকে ক্ষুব্ধ করেছে। অনলাইনের নানা মাধ্যমেই তারা ঢাকার মতো জনাকীর্ণ ও ব্যস্ত শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ বলছেন, কোনো এক দৈব কারণেই হয়তো বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে।
বিডি প্রতিদিন/নাজমুল