অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারি পরিচালক এসএম গিয়াস উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৬৪ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
রবিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামি এসএম গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন