রাজশাহীতে আলাদা দুটি অভিযানে ইয়াবা ও দেশি মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন জেলার পুঠিয়া উপজেলার ক্ষুদ্রজামিরা গ্রামের মো. বুলু ও পবা উপজেলার বাঘহাটা গ্রামের মো. সেলিম।
এদের মধ্যে বুলুর কাছ থেকে ৯২০ পিস ইয়াবা এবং সেলিমের কাছ থেকে ১ হাজার ২০০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের দুটি দল এ অভিযান চালায়।
র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে রাজশাহীর নওহাটা এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে মদসহ আটক করা হয়।
এর আগে সন্ধ্যায় ক্ষুদ্রজামিরা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করা হয় বুলুকে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা আলাদা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৯/মাহবুব