রুপালি ব্যাংক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার রাতের যেকোনো সময়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লিটন নামের এক প্রহরীকে গলাকেটে হত্যা চেষ্টা করেছে ডাকাতরা। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যাংক ম্যানেজার সোয়াইবুর রহমান জানান, রাত ১২টার পর কোন এক সময় ডাকাত দল তালা কেটে ব্যাংকে প্রবেশ করে। সিসি ক্যামেরায় মুখ ঢাকা একজনকে দেখা গেছে। রড কাটা মেশিন দিয়ে ভল্টের দেয়াল ভাঙতে চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে ব্যাংক থেকে কিছু খোয়া যায়নি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ, ডিবি, সিআইডি ও পিবিআই।
বিডি প্রতিদিন/ফারজানা