১০ ডিসেম্বর, ২০১৯ ১১:২৫

বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণ মামলার আসামির দেশত্যাগে বাধা নেই: হাইকোর্ট

অনলাইন ডেস্ক

বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণ মামলার আসামির দেশত্যাগে বাধা নেই: হাইকোর্ট

বনানীর রেইন ট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের দেশত্যাগে বাধা নেই। আজ মঙ্গলবার হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দি রেইন ট্রি ঢাকা’ হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়েই বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ছাত্রী। ৬ মে সন্ধ্যায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন (মামলা নম্বর-৮) ভুক্তভোগী তরুণীদের একজন।

মামলায় সাদনান সাকিফ, তার বন্ধু সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাফাতের ড্রাইভার বিল্লাল ও তার দেহরক্ষী আজাদকে আসামি করা হয়েছে। জানা গেছে, দুই তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনের তিনজনই প্রভাবশালী পরিবারের। অভিযুক্ত সাদমান সাকিফ রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হোসাইন জনির ছেলে। আর সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকদের একজন দিলদার আহমেদের ছেলে। নাঈম আশরাফ ই-মেকার্স বাংলাদেশের মালিক এবং একজন আওয়ামী লীগ নেতার ছেলে বলে দাবি করে নিজেকে।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর