ময়মনসিংহের বিভিন্ন জেলা উপজেলায় বিআরটিসির বাস চলাচলের প্রতিবাদে ময়মনসিংহ থেকে সকল রুটে টানা দ্বিতীয় দিনের মতো পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
এদিকে আকস্মিক পরিবহন ধর্মঘটের কারণে মহাবিপাকে ও দুর্ভোগে পড়েছে ঢাকাসহ দূর-দূরান্তের যাত্রীরা। এসব যাত্রীরা নগরীর বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়েও ফেরত আসছেন।
এদিকে পরিবহন ধর্মঘট নিয়ে সোমবার রাতে জেলা প্রশাসক ও রোড ট্রান্সপোর্ট কমিটির সভাপতি মিজানুর রহমান এক জরুরি বৈঠকে বসেন জিলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে। ওই বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় পরিবহন মালিক-শ্রমিকরা আজও ধর্মঘট অব্যাহত রাখে।
এ ব্যাপারে জিলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা অভিযোগ করে বলেন, রোড ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি) জিলা মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বৈঠক না করে সিদ্ধান্ত ছাড়াই অনিয়মতান্ত্রিকভাবে যত্রতত্র বিআরটিসির গাড়ী চালাচ্ছে বিভিন্ন জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে। তিনি আরটিসির বৈঠক করে নিয়মতান্ত্রিকভাবে বিআরটিসি বাস চলাচলের জন্য অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও রোড ট্রান্সপোর্ট কমিটির সভাপতি মিজানুর রহমান জানান, পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে গতকাল রাতে জরুরি বৈঠক হয়েছে। আগামীকাল (বুধবার) বেলা ১২টায় আরটিসির সদস্যদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ