নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ তিনটি জেলা মিলে নোয়াখালী বিভাগসহ ১১ দফা দাবি জানিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত গোলটেবিল বৈঠকে এই দাবি জানায় বক্তারা।
এসময়, নোয়াখালীর বিভিন্ন উপজেলাকে ভাগ করে আরও ৭টি উপজেলা গঠন করাসহ নোয়াখালী বিভাগ করার প্রতি জোর দেন। এছাড়া, ফেনীতে সরকারি মেডিকেল স্থাপন, লক্ষ্মীপুরে নৌ-বন্দর স্থাপনসহ নানান দাবি তুলে ধরে বক্তারা।
ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য রেললাইন নির্মাণেরও দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/আরাফাত