সাভারে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সাভার পৌর এলাকার মোল্লাপাড়া মহল্লায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন ধর্ষণকারী শিমুল (১৯) ও জুয়েল (১৮)।
পুলিশ জানায়, রাতে ওই গৃহবধূ (১৯) মোল্লাপাড়া এলাকায় একটি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় ওই গৃহবধূকে জোরপূর্বক নিজ বাড়িতে নিয়ে যান শিমুল নামের ওই যুবক। পরে ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে গণধর্ষণ করেন শিমুল ও জুয়েল। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা।
পরে আজ সকালে ওই গৃহবধূ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণকারী শিমুলকে প্রধান আসামি ও জুয়েলকে দ্বিতীয় আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই এলাকায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষণকারী শিমুল ও জুয়েলকে আটক করে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, গণধর্ষণের শিকার গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল