রাজশাহী জেলায় বৃহস্পতিবার এবারের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। চলতি শীত মৌসুমে এমন কম তাপমাত্রা এর আগে দেখা মিলেনি। রতাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের তিব্রতা। গোটা রাজশাহী জুড়ে যেন শীতে কাঁপছে থরথর। বিশেষ করে ছিন্নমূল মানুষদের মাঝে শীত অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছে।
গত দুইদিন ধরে শীত ব্যাপক হারে বেড়েছে। কিন্তু এই কয়দিনে রাজশাহীর ছিন্নমূল মানুষদের মাঝে কোন রকম শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি প্রশাসন বা কোন সংগঠনের পক্ষ থেকে। ফলে গরম কাপড়ের অভাবে এই মানুষদের মাঝে বেড়েছে শীতের কষ্ট। আবার শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিন গড়ে ১০০ রোগী ভর্তি হচ্ছে শীতজনিত রোগে।
বিডি-প্রতিদিন/মাহবুব