রাজধানী ঢাকার সচিবালয় এলাকায় গাড়ির হর্ন মুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদফতরের আওতাধীন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। এসময় সচিবালয়ের সামনে আইন অমান্য করে হর্ন বাজানোর দায়ে ১৫ জনের বিরুদ্ধে মামলা দিয়ে প্রায় সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ।
এ বিষয়ে তিনি জানান, শব্দ দূষণরোধে সচিবালয় এলাকাকে নীরব ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে আমরা অভিযানে নেমেছি। বেশ কয়েকজনকে অপরাধের দায়ে ৪৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগে মঙ্গলবার শব্দ দূষণরোধে সচিবালয়ের চারপাশ নীরব এলাকা অর্থাৎ ‘নো হর্ন জোন’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন