রাজাকারের তালিকা প্রত্যাহার করে প্রধানমন্ত্রী দেশকে বিব্রতকর অবস্থা থেকে মুক্তি দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, আমরা আশা করবো রাজাকারের তালিকা যেন হয় তথ্যভিত্তিক। কোনো রকম ব্যক্তিগত, গোষ্ঠীগত ও দলগত স্বার্থ বিবেচনায় যেন রাজাকারের তালিকা করা না হয়। এ তালিকা যেন পরবর্তী প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল হয়।
বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যানের বনানী অফিসে লিয়াকত হোসেন খোকাকে প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি নির্বাচিত করায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের ইউপি সদস্যরা জাতীয় পার্টি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানাতে গেলে তিনি একথা বলেন।
এসময় জাতীয় পার্টি নেতা মিজানুল ইসলাম লিটু ও নজরুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টির প্রায় ৩০ নেতা-কর্মী চেয়ারম্যানের হাতে ফুল তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা মোহাম্মদ নোমান, নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমন্ডলীর সদস্য মুনিম চৌধুরী বাবুসহ অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক