রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
তার নাম তরিকুল ভুইয়া (৩৬)। তিনি রাজধানীর শান্তিনগরের আনসার আলি ভূঁইয়ার ছেলে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে যাত্রাবাড়ির মাতুয়াইল সিএনজি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই সাইদ হোসেন হৃদয় গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মাতুয়াইল সিএনজি স্টেশনের সামনে অজ্ঞাত একটি গাড়ি তরিকুলের মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে হাসপাতালের চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম