শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, অনিবার্য কারণে শুক্রবার বিকালের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
তবে শেষ মুহূর্তে কেন জরুরি এই সংবাদ সম্মেলন বাতিল করা হল তা জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/কালাম