রাজধানী খিলগাঁও রেলগেটে সিলেট থেকে কমলাপুর স্টেশনগামী ট্রেন পারাবত এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয়েছে। এ সময় একটি রিক্সার সাথে সজোরে ধাক্কা দেয় লাগে ফলে রিক্সা আরোহী ও রিকশাচালক ছিটকে পড়ে যান। এতে রিকশাচালক ও আরোহীরা মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। রেলক্রসিংয়ের গেটম্যান আলাউদ্দিন জানান, এ ঘটনায় খিলগাঁও রেলগেট থেকে ফকিরাপুল রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা কমলাপুর রেলওয়ে থানার এসআই মীর্জা মোহাম্মদ মুক্তা রাত সোয়া ১২টায় জানান, রাত ১১টার দিকে একটি শান্টিং ইঞ্জিন ওয়ার্কশপ থেকে বের হয়ে খিলগাঁও রেলগেট থেকে ঘুরে কমলাপুরের দিকে আসতেই লাইনচ্যুত হয়ে পড়ে। কিছুক্ষণ ওই লাইনে রেল চলাচল বন্ধ থাকলেও দ্রুত ইঞ্জিনটি সরিয়ে নেয়া হয়েছে। এতে অন্য লাইনে ট্রেন চলাচল অসুবিধা হয়নি। এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক আছে। কেউ আহত হননি। লাইন ঘেঁষে থাকা কয়েকটা রিকশা-ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ