১৮ জানুয়ারি, ২০২০ ০৯:৫২

যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় তিন নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় তিন নারী নিহত

সংগৃহীত ছবি

যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। তারা হলেন- যশোর শহরের লোন অফিস পাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন (২৫), শহরের আরএন রোড এলাকার সুমন ইসলামের স্ত্রী তানিজলা ইয়াসমিন পিয়াসা (৩০) ও একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথি (৩৫)।

নিহতদের মধ্যে পিয়াসা ও তনিমা আপন দুই বোন এবং তিথি তাদের ভাবি। এ ঘটনায় নিহত তিথির চার বছরের ছেলে মনিরুল আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড়ে তাদের বহণকারী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের পিলারে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। 

যশোর জেনারেল হাসপাতালে আরএমও ডা. কাজল কান্তি মল্লিক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত একটার দিকে একটি প্রাইভেট কারে তনিমা, পিয়াস, তিথিসহ চারজন যশোর শহরের দিকে যাচ্ছিলেন। বিমান অফিস মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি বিদ্যুতের পিলারে আঘাত করলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় ও গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। সাথে সাথে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক মিনিটের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর