বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় ম্যুরালটি উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
নগরীর দক্ষিণ সদর রোডের বঙ্গবন্ধু অডিটরিয়ামের দেয়ালে ম্যুরালটি নির্মাণ করে বরিশাল সিটি করপোরেশন। ৫০ ফুট উঁচু এবং ৪০ ফুট প্রস্থের ম্যুরালের পেছনে জাতীয় পতাকা ফুঁটিয়ে তোলা হয়েছে।
উদ্বোধনের সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী সহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করে সিটি করপোরেশন। মোনাজাতে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সাফল্য কামনা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন