দেশব্যাপী করোনা পরিস্থিতিতে সাংবাদিক ছাঁটাইয়ের প্রতিবাদে এবং নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন। আজ রবিবার সকালে খুলনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাংবাদিক নেতা এসএম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুল আলম সোহাগ, সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহআলম, মোজাম্মেল হক হাওলাদার, কৌশিক দে বাপী, মোস্তফা জামাল পপলু। বক্তারা অবিলম্বে দেশব্যাপী বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাঁটাই বন্ধ ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ