জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও দায়ীদের শাস্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল নলজানী এলাকার দলীয় কার্যালয় হতে বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে ওয়ারলেস সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে আব্দুস সামাদ সরকারের সভাপতিত্বে ও মফিজ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, মহানগর কৃষক লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদির মন্ডল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস, শেখ রইস উদ্দিন, ইমান উদ্দিন, বিকাশ সরকার, এনামুল হাসান নিঝুম প্রমুখ।
সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর