বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে খুলনা প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘শতাব্দীর মহানায়ক’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন।
এসময় ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বক্তৃতা করেন ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাংবাদিক নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ, মোহাম্মদ আলী, হাসান আহমেদ মোল্লা, মল্লিক সুধাংশু, মোজাম্মেল হক হাওলাদার।
বিডি প্রতিদিন/আবু জাফর