রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় ৪১ হাজার ২৮৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের সভা কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রসিক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রংপুর নগরীর ১৬ থেকে ৩০ নং ওয়ার্ডের ৩৬৯টি কেন্দ্রসহ ঝুঁকিপূর্ণ ১৮টি এলাকার শিশুদের হাম-রুবেলা টিকা দেয়া হবে। স্বেচ্ছাসেবী ও টিকা প্রদানকারী ১৮০ জনের মাধ্যমে ৪১ হাজার ২৮৩ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। এসময় অভিভাবকদের মুখে মাস্ক ব্যবহার করে শিশুকে নিকটস্থ ইপিআই বা নির্ধারিত টিকা কেন্দ্রে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে হাম-রুবেলার টিকা নিতে আহ্বান জানানো হয়।
প্রতি সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যাতিত এই টিকা প্রদান করা হবে। এসময় রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, সচিব মো. রাশেদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল