জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হল চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। খাদিজা বেগম বিনতার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহিদা পারভীন শিখা।
প্রধান বক্তা ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে আজাদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এমএ জলিল, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, মহানগর রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন শপ্রু, আলাউদ্দিন মোল্লা, তুষার সেন ও জোছনা বেগম প্রমুখ।
এর আগে বরিশাল জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে বক্তারা সমান কাজে সমান মজুরি, প্রসূতিকালীন ছুটি, কাজের নিরাপত্তা, নিয়োগ পত্র ও সার্ভিস বুক প্রদান, ন্যনতম ১৬ হাজার টাকা মজুরী নির্ধারণ এবং শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধ করাসহ সামাজিক নিরাপত্তা প্রদানের দাবি জানান। সম্মেলন শেষে একই দাবিতে নগরীতে একটি লাল পতাকা বিক্ষোভ মিছিল করেন তারা।
বিডি প্রতিদিন/আল আমীন