রাজধানীর বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তার নাম ইয়াসমিন আক্তার (১৪)। বাড়ি টেকনাফে। তার বাবার নাম আব্দুল জলিল। মেয়েটি ওই বাসায় চারবছর ধরে গৃহকর্মীর কাজ করত।
শুক্রবার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির পঞ্চম তলায় গৃহকর্মীর কাজ করত ইয়াসমিন আক্তার। ওই গৃহকর্তার নাম ডা. ইকবাল। গতরাত ১টার দিকে বাসার পঞ্চম তলার ছাদ থেকে একটি কাপড় বেঁধে নিচে নামার চেষ্টা করছিল ইয়াসমিন। তখন কাপড় থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে সে বাসা থেকে পালানোর চেষ্টা করছিল, তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ