নারায়ণগঞ্জের ব্যস্ততম শহরের চাষাঢ়া ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মানববন্ধন করেছে। শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সকল সংগঠনের সদস্যদের সমন্বয়ে তৈরী ‘নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম’ এর উদ্যোগে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা আরিফিন রওশন হৃদয়, অভিজিৎ সাহা ও অপু রায়হান।
এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি মেহেরাব হোসেন অপু, সাধারণ সম্পাদক তানভীর হাসান, কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মো. শাহরিয়ার শুভ, সহ সভাপতি মো. আব্দুর রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক আরিয়ান ইসলাম নোমান, অর্থ সম্পাদক সামসুর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ প্রচার সম্পাদক মো. নাহিদ, কার্যকরী সদস্য জহির খান, মিলন চন্দ্র বর্মন, আরিফ হোসাইন, মো. সাখায়াত হোসেনসহ ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের তিন শতাধীক সদস্য।
এসময় আরিফিন রওশন হৃদয় বলেন, ‘চাষাঢ়া এবং সাইববোর্ড এলাকায় আমাদের জীবন হাতে নিয়ে সড়ক পার হতে হয়। সড়কে অনেক রক্ত ঝড়েছে। আমরা সড়কে আর রক্ত ঝড়াতে চাই না। আমাদের দাবি শুধু একটিই এই দুইটি জায়গায় ফুটওভার ব্রিজ চাই।’
তিনি বলেন, ‘এই দুইটি স্থানে পারাপারের সময় অনেকেই ভয় পায়। আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবিটি আমাদের অভিভাবকরা পূরণ করবেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান এবং সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ সকল অভিভাবকরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে সেই প্রত্যাশা করি।’
বিডি প্রতিদিন/হিমেল