জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বরিশালে র্যালি এবং সমাবেশ করেছে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে শনিবার বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজের সামনে থেকে একটি প্রতিবাদ র্যালি বের হয়।
র্যালিতে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র্যালিটি সদর রোড প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে ভাস্কর্য ভাঙার প্রতিবাদে অশ্বিনী কুমার হলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার