বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও শিক্ষক সমিতি’র নেতৃবৃন্দ। সেই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
আজ রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিকিৎসক নেতা ও সাংসদ ডা. সামিল উদ্দিন শিমুল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের রাজশাহী মেডিকেল শাখার সভাপতি ডা. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মাহাবুর রহমান খানসহ সংগঠনগুলোর নেতবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার ঘটনার সাথে জড়িতদেরসহ যারা পরিকল্পনাকারী তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর