২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুতে গভীর শোক ও সমেবদনা প্রকাশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রবিবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে জোটের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শোক জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মরহুম আল্লামা নূর হোসাইন কাসেমীর মতো একজন খ্যাতিমান আলেমের মৃত্যু বর্তমান সঙ্কটকালে অপূরণীয় ক্ষতি। তিনি অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন। ইসলামী চিন্তাবিদ হিসেবে এ দেশের মানুষকে তিনি গভীরভাবে প্রভাবিত করেছেন।
রবিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা নূর হোসাইন কাসেমী মারা যান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন