গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর যেকোনো ধরনের অবমাননা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
তিনি বলেন, আজকের এই বাংলাদেশে আমরা প্রত্যেকে যে সম্মানজনক অবস্থানে আসতে পেরেছি, তা বঙ্গবন্ধুর ত্যাগের কারণে। মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, তারাই বিভিন্ন সময় বাংলাদেশের ওপর আক্রমণের চেষ্টা করছে। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ডুয়েট শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতির যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন উপাচার্য।
ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কামাল হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর মোর্শেদ।
বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এছাড়া এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই