১৬ জানুয়ারি, ২০২১ ১৫:৩৪

বরিশালে করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

বরিশালে করোনার ভ্যাকসিন প্রদান বিষয়ক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। 

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক জানান, প্রথম ধাপে বরিশাল জেলার জন্য ৫০ হাজার ভ্যাকসিনের চাহিদাপত্র পাঠানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে ৬ লাখ ভ্যাকসিন এবং উপজেলা পর্যায়ে ১ থেকে ২ লাখ ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে। একই সাথে ভ্যাকসিন প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে। 

ভ্যাকসিন বিষয়ক সভায় জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এদিকে, সভা শেষে সদর উপজেলার বিশ্বাসের হাট এলাকায় চরমোনাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শীতার্ত অসহায় মানুষের মাঝে ৫৫০টি কম্বল বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বিডি প্রতিদিন/আবু জাফর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর