ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে দখলদার ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ বিশ্বজুড়ে এখনো দেখা যাচ্ছে।
আজ রাজধানীর বায়তুল মোকাররমে ফিলিস্তিনের পক্ষ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে মুসল্লিরা। জুমার নামাজ আদায় শেষে এই জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ করেন তারা। এ সময় মসুল্লরিরা বিভিন্ন প্রতিবাদী ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের দেখা গেছে।
উল্লেখ্য, গত ১০ মে শুরু হওয়া হামাস-ইসরায়েলের মধ্যে এই সংঘাতে গাজায় ২৩২ জন নিহত হয়। যার মধ্যে ৬৫ জন শিশু ও শতাধিক নারী। আহত হয়েছে প্রায় এক হাজার ৯০০ জন। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১২ জন। এদিকে, যুদ্ধবিরতির ঘোষণার পরও আজ জুমা'র নামাজের পর আল-আকসায় মুসল্লিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
বিডি-প্রতিদিন/শফিক