রংপুরে এবার পাওয়া গেল ৩ রংয়ের মাদক ইয়াবা ট্যাবলেট। মেট্রোপলিটন পুলিশ হারাগাছ থানা এলাকায় অভিযান চালিয়ে বাদামী, লালচে ও গোলাপী রংয়ের ২২৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ফারুক হোসেন জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার একটি টহল দল দাদালহাট সাবানটারি এলাকায় অভিযান চালায়। এ সময় মায়াবাজার এলাকার মৃত আছাদালী মিয়ার পুত্র শফিকুল ইসলাম ওরফে শফি (৬০)কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি বায়ু রোধক প্যাকেটে আলাদা আলাদা ভাবে বাদামী রংয়ের ৫৩ পিস, লালচে রংয়ের ১২০ পিস এবং গোলাপী রংয়ের ৫১ পিসসহ মোট ২২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার টাকা। পরবর্তীতে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ