রাজধানীর খিলগাঁওয়ে শামসুল আলম (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের বাড়ি শরীয়তপুর গোসাইরহাট উপজেলায়। তিনি রাজধানীর দক্ষিণ খিলগাঁওয়ে শাজাহানপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে খিলগাঁওয়ে ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়েই মৃতদেহ হস্তান্তর করেছে পুলিশ। খিলগাঁও পুলিশ ফাঁড়ির (এসআই) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শামসুল আলম শাজাহানপুর থেকে খিদমাহ হাসপাতালে যাচ্ছিলেন থেরাপি নিতে। খিদমাহ হাসপাতাল ও ফ্লাইওভারের মধ্যবর্তী স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান। ঘটনার পরপরই পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
তিনি আরও বলেন, আশপাশের লোকদের কাছ থেকে জানতে পেরেছি একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। প্রাইভেটকারটি শনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত