রাজধানীর কামরাঙ্গীরচর মুসলিমবাগ লবণ ফ্যাক্টরির গলি এলাকায় মো. মিরাজ ও মো. রুবেল নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে কয়লারঘাট লবণ ফ্যাক্টরির গলির একটি তিন তলা ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর অচেতন অবস্থায় মিরাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর রুবেল ঘটনাস্থলেই মারা যান।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় বলেন, খবর পেয়ে ওই বাসায় গিয়ে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এদের মধ্যে রুবেল নামে এক যুবক অনেক আগেই মারা গেছে। তবে মিরাজকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কী কারণে তাদের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত জানা যাবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আরাফাত