বরিশাল নগরীর একটি দোকানের কর্মচারী গৌরাঙ্গ দাসকে দোকান মালিক কর্তৃক মারধরের বিচারসহ ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহানগর দোকান-কর্মচারী ইউনিয়নের ব্যানারে আজ শুক্রবার সকাল ১০ টায় নগরীর চকবাজার সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর দোকান-কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত্বের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, মো. বাপ্পী, কিশোর কুমার বালা, দোকান কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল বাশার আকন, উজ্জল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মো. হাসান, দর্জি সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক তুষার সেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ