পুরান ঢাকার ওয়ারির রবিদাসপাড়া থেকে অপহরণের চারদিন পার হলেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী। পুলিশ গ্রেফতার করতে পারেনি ১ নম্বর আসামি কিরণ (১৭) ও ২ নম্বর আসামি সনুকে (২০)। পুরান ঢাকার গ্রাজুয়েট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী প্রাচার্য বিশ্বাস প্রাচী (১৪) গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টায় অপহণের শিকার হয়।
এ ঘটনায় বুধবার বিকালে মামলা হলে ওই দিন রাতেই গ্রেফতার করা হয় ৩ নম্বর আসামি ববিদাস পাড়ার সুনীল-বাসু দম্পতির ছেলে বাঁধনকে (১৭)।
ভুক্তভোগী পরিবারের দাবি, আসামিরা কিশোর গ্যাংয়ের সদস্য এবং ইয়াবা সেবন ও বাণিজ্যে জড়িত। দ্রুত উদ্ধার করতে না পারলে তাদের মেয়ে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়া এবং তার প্রাণনাশের আশঙ্কা রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওয়ারির রবিদাস পাড়ার মৃত কার্তিক রবিদাস এবং মিনতি রবিদাস দম্পতির ছেলে কিরণ রবিদাস (১৭) তার চাচাতো ভাই বাঁধন (১৭) ও বন্ধু অনিক রবিদাস সনোর (২০) সহযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী প্রাচীকে (১৪) অপহরণ করে। বাঁধন রবিদাস পাড়ার সুনীল রবিদাস ও বাসু রবিদাসের এবং অনিক রবিদাস সনো সুভাস রবিদাস ও সীতামনি রবিদাসের ছেলে।
অপহরণের ঘটনায় করা মামলাটি তদন্ত করছেন ওয়ারি থানার এসআই সাব্বির শেখ।
বিডি প্রতিদিন/আরাফাত