নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোনারগাঁওয়ের আষাঢ়িয়ারচর মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-সোহেল মিয়া (২১), ছোটন মিয়া (২৬), জাকির হোসেন (২৫), হান্নান (২১), সোহাগ মিয়া (২৪) ও ইউসুফ (২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে মেঘনাঘাটের বিসমিল্লাহ ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ৪৫ টাকা, পাঁচটি মোবাইল, ছয়টি সিম উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই