রাজধানীর মিরপুরের পল্লবীতে পিকআপ যোগে তিনটি মহিষ চুরি করে নিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- সোহাগ, আনোয়ার, বাবুল, মুক্তার ও রতন।
এসময় তিনটি মহিষ উদ্ধারের পাশাপাশি বহন করা পিকআপ ভ্যান জব্দ করা হয়। সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে সোমবার ভোরের দিকে মিরপুর পল্লবী ২২তলা গার্মেন্টসের সামনে তিনটি মহিষ বহনকারী চলন্ত পিকআপ থামানোর পরপরই গাড়ি থেকে পাঁচজনকে আটক করা হয়। তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে সাভার এলাকা থেকে মহিষগুলো চুরি করে পিকআপে করে ঢাকার দিকে নিয়ে আসেন তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ