জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (ইইডিইএ)-এর ২০২৩-২০২৪ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাকর্মীরা।
কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহজাহান আলীর নেতৃত্বে সদস্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ফাতেহা পাঠ এবং জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইসঙ্গে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্যদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে গোপালগঞ্জ জেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ এবং টুঙ্গিপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উন্নয়নমূলক নির্মাণ কাজ পরিদর্শন করেন তারা।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার করেন ইইডি এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত