১০ নভেম্বর, ২০২৩ ২০:২৯

ঢাকা উত্তর সিটির স্মার্ট পার্কিংয়ে শুক্র ও শনিবার পার্কিং ফ্রি

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটির স্মার্ট পার্কিংয়ে শুক্র ও শনিবার পার্কিং ফ্রি

গত বুধবার পরীক্ষামূলকভাবে চালু হয় ঢাকা উত্তর সিটির স্মার্ট পার্কিং

রাজধানীর গুলশানে পরীক্ষামূলকভাবে ডিএনসিসি স্মার্ট অন স্ট্রিট পার্কিং চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এ পার্কিংয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়েছে। তবে শুক্র ও শনিবার বা সরকারি ছুটির দিনে পার্কিংয়ে কোনো ফি দিতে হবে না। সড়কে পার্কিংয়ের জন্য কোনো ধরনের মামলা দেবে না পুলিশ।

এ পার্কিংয়ে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডিএনসিসি স্মার্ট পার্কিং নামে অ্যাপটি ডাউনলোড করা যাবে। নির্দিষ্ট স্মার্টকার্ড দিয়েও সরাসরি ফি দেওয়া যাবে। পরীক্ষামূলকভাবে গুলশান এলাকার আটটি বিভিন্ন সড়কে ২০২টি স্পটে স্মার্ট পার্কিং চালু করা হয়েছে।

এর মধ্যে কার, জিপ বা মাইক্রোবাস প্রথম ২ ঘণ্টা ৫০ টাকা, পরবর্তীতে তৃতীয় ঘণ্টা ৫০ টাকা এবং চতুর্থ ঘণ্টা থেকে প্রতি ঘণ্টার জন্য ১০০ টাকা। মোটরসাইকেল প্রথম ২ ঘণ্টা ১৫ টাকা, পরবর্তীতে তৃতীয় ঘণ্টা ১৫ টাকা এবং চতুর্থ ঘণ্টা থেকে প্রতি ঘণ্টার জন্য ৩০ টাকা।

শনি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্কিং ফি প্রযোজ্য। রাত ১০টার থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত পার্কিংয়ের জন্য কোন ফি লাগবে না। সপ্তাহের প্রতি শুক্র, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন পার্কিং সম্পূর্ণ ফ্রি।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রাথমিকভাবে ৬ মাসের জন্য গত ৮ নভেম্বর থেকে গুলশান এলাকায় গাড়ি পার্কিং কার্যক্রম মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনার জন্য পাইলটিং কার্যক্রম শুরু করেছে। পাইলটিংয়ের জন্য গুলশান এলাকার সড়ক নং – ৫২, ৫৮, ৬২, ৬৩, ৬৪, ১০৩, ডিআইটি সার্কুলার রোড, গুলশান ২ ইনার সার্কুলার রোডে গাড়ি পার্কিংয়ের জন্য সড়কে প্রয়োজনীয় রংকরণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর