রাজধানীর ডেমরার মধ্য হাজীনগর এলাকায় মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজলের ট্রাক মার্কার নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সজলের পক্ষে নির্বাচন করলে এক ইউনিট সভাপতিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রবিবার দিবাগত রাতে মধ্য হাজীনগর এলাকায় ট্রাকের নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্নার সমর্থকরা। পরে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করে কেন স্বতন্ত্র প্রার্থী সজলের পক্ষে কাজ করছে সেজন্য ব্যাখা চাওয়া হয় মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় ইউনিট আওয়ামী লীগের সভাপতি মুন্সি মুজিবুর রহমান মিলনের কাছে। পরে তার বাসায় হামলা চালায় মোটরসাইকেল আরোহী ৬ যুবক।
ভুক্তভোগী মিলন জানান, ঢাকা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। তার বাবা এ আসনের ৪ বারের এমপি ছিলেন বলে আমিসহ ঘরে ঘরে তার সমর্থক রয়েছে। তার জনপ্রিয়তাও অনেক বলে নিরবে কাজ করছে সবাই। এদের মধ্যে আমরা বেশকিছু লোক তার পক্ষে কাজ করছি বলে রবিবার গভীর রাতে ৬ জন নৌকার সমর্থক এসব নেক্কারজনক কাজ করেছে। তারা ক্যাম্পের লাইট, চেয়ার, টেবিল ভেঙে ফেলেছে। ডেমরা থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তার বাসার সিসি ক্যামেরার ফুটেজ নিয়েছে গেছে। তবে এখন পর্যন্ত ভাঙচুরকারি ও হুমকি দাতাদের চিহ্নিত করা হয়নি।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, পুলিশের ঊর্ধ্বতনসহ আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত চালাচ্ছি। চিহ্নিত হলেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সজল মোল্লা বলেন, শান্তিপূর্ণ পরিবেশের নির্বাচন ভুণ্ডুল করতে নৌকার প্রার্থীর লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরসহ কর্মী সমর্থকদের প্রতিনিয়ত হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। যতই অপচেষ্টা করুক, আমার জয় হবেই ইনশাআল্লাহ।
অন্যদিকে, এ ব্যাপারে নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্নার মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিডি প্রতিদিন/আরাফাত