রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাজমুল হক (৫৫)। পেশায় তিনি গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার কুতুবপুর গ্রামে।
শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
হোটেল ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বলেন চলতি মাসের ১১ তারিখ সন্ধ্যায় ব্যবসায়ী নাজমুল হক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। গতকাল রাতেও তিনি ভালো ছিলেন। সকালে তার দরজা বন্ধ দেখে কোন সারা শব্দ না পেয়ে মতিঝিল থানা পুলিশকে খবর দিলে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকেল পৌনে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ চৌধুরী। তিনি বলেন, দুপুর সাড়ে বারোটার দিকে খবর পেয়ে ঐ হোটেলের পক্ষে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এসআই আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায় অসুস্থজনিত কারণ বা স্ট্রোক করে মারা যেতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল