রাজশাহীর বাগমায় স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতার ব্যক্তির নাম রুবেল হোসেন (২৮)। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। গ্রেফতার রুবেল বাগমারা এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে নগরীর কাটাখালীর মাসকাটাদীঘি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী হত্যা মামলার মূলহোতা পলাতক আসামি রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়। রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, সে পেশায় একজন রডমিস্ত্রি। এনজিও থেকে ঋণ নেওয়া ছিল। এ কারণে সে হতাশাগ্রস্ত ছিল। যার কারণে বিয়ের পর থেকে সংসারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে।
এ ছাড়াও আসামি ভিকটিমকে অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ করত। যার ফলে সার্বক্ষণিক পারিবারিক কলহ লেগে থাকতো। গত ২৮ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে আসামি ও ভিকটিম শয়নকক্ষে শুয়ে পড়ে। ২৯ জানুয়ারি রাত সাড়ে ৪টার দিকে আসামি তার মা ও বোনকে অন্য একটি ঘরে তালাবদ্ধ করে আটকে রেখে লোহার ধারালো শাবল দিয়ে ভিকটিমের গলা, বুক ও থুতনিতে গুরুতর আঘাত করে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায়।
পরবর্তীতে রাজশাহী মহানগরীতে বন্ধুর বাসায় আত্মগোপনে করে রুবেল হোসেন। পরে কাটাখালীর মাসকাটাদীঘি পূর্বপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
বিডি প্রতিদিন/এমআই