ওপেনার জাওয়াদ আবরারের ব্যাটে ভর করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে ৬ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
শনিবার টস জিতে ব্যাট করতে নেমে শক্ত ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী। উদ্বোধনী জুটিতে আসে ৪৯ রান। কালাম ১৯ রানে আউট হলেও, থেমে থাকেননি আবরার। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম ২৩ রানে রানআউট হয়ে ফেরার পর কিছুটা চাপ তৈরি হয় বটে, তবে তা দুর্দান্তভাবে সামাল দেন রিজান হোসেন।
এই দুই ব্যাটারের ১৩৫ রানের জুটিতে শক্ত ভিত পায় বাংলাদেশ। আবরার ১১৫ বলে ১১৩ রানের ঝলমলে ইনিংস খেলেন। রিজানও খেলেন ৭৭ বলে ৮২ রানের ইনিংস। পরে দ্রুত রান তোলেন মোহাম্মদ আব্দুল্লাহ (৩২), দেবাশিষ দেবা (১৯) ও সামিউন বশির (২৩)। শেষদিকে ৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন আল ফাহাদ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। এরপর অধিনায়ক ভিমাথ দিনসারা (৭২ বলে ৬৬) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা অলআউট হয় ১৯০ রানে।
বিডি প্রতিদিন/এমআই