রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় একটি ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে রাজন ইসলাম দিপু (২৫) নামে ওই ভবনের নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রমোহন। তিনি বলেন, খবর পেয়ে শনিবার সকাল ১১টার দিকে খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় হাজী গলির একটি ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার পেছনে ডান পাশে আঘাত রয়েছেন। নাকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, প্রাথমিকভাবে রহস্যজনক মৃত্যু বলে মনে হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না তা তদন্তসাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।
রাজন ইসলাম দিপু ভোলা চরফ্যাশন উপজেলার কালিয়া গ্রামের মৃত সিরাজ ইসলামের ছেলে। ভূঁইয়াপাড়ায় হাজী গলিতে শম্পা মিয়ার আট তালা ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে সেখানেই থাকতেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
বিডি প্রতিদিন/জুনাইদ