গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড গিলারচালা এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ স্বামীর সঙ্গে গিলারচালা এলাকায় রুবেল মিয়ার ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানান, চাকরির সুবাদে শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন আম্বিয়া খাতুন। বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই স্বামীর সঙ্গে অভিমান করে পরিবারের সকলের অজান্তে আম্বিয়া খাতুন তার শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ভোরবেলায় স্বামীর কান্নাকাটির শব্দ শুনে পরিবারের লোকজন ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মৃত আম্বিয়া খাতুনের মেয়ে শারমিন বলেন, আমার মাকে মাইরা রশি দিয়ে ঝুলিয়ে রাখছে। মায়ের মুখে আঘাতের চিহ্ন রয়েছে অনেক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
বিডি প্রতিদিন/এএম