সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে নেমে প্রথমার্ধেই নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেছে বাংলাদেশ। সোমবার (২১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের অষ্টম মিনিটে গোল করে লাল-সবুজ শিবিরকে লিড এনে দেন মোসাম্মত সাগরিকা।
শিরোপা নিশ্চিত করতে বাংলাদেশের দরকার ছিল মাত্র একটি ড্র। তবে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের ৮ মিনিটে মিডফিল্ড থেকে পাওয়া ডিফেন্স চেরা থ্রু বল নিয়ে নেপালের রক্ষণভাগকে ছেঁড়ে এগিয়ে যান সাগরিকা। প্রতিপক্ষ গোলরক্ষক বক্স ছেড়ে বের হলেও ঠেকাতে পারেননি তাকে। কোনাকুনি প্লেসিং শটে জালে বল পাঠান এই ফরোয়ার্ড। চলতি টুর্নামেন্টে এটি ছিল তার পঞ্চম গোল।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই সাগরিকার এমন দারুণ প্রত্যাবর্তন নজর কাড়ে। এর আগে নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি।
প্রথমার্ধে আরও একাধিক সুযোগ তৈরি করে বাংলাদেশ। ১৯ মিনিটে গোলের দারুণ এক সুযোগ পান মুনকি আক্তার। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ফাঁকা পোস্টের দিকে ছুটে গেলে গোললাইন থেকে বল সেভ করেন নেপালের ডিফেন্ডার আনিশা রায়।
অন্যদিকে ১৫ মিনিটে বড় সুযোগ মিস করে নেপাল। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বল গ্রিপে নিতে ব্যর্থ হলে, প্রতিপক্ষের শট লাগে সাইড বারে। ফিরতি বলেও লক্ষ্যভেদ করতে পারেননি নেপালের খেলোয়াড়রা।
ম্যাচে বাংলাদেশ একাদশ সাজায় চার ফরোয়ার্ড নিয়ে নবীরণ খাতুন, উমেলা মারমা, মোসাম্মত সাগরিকা ও পূজা দাস। মাঝমাঠে দায়িত্ব পালন করছেন মুনকি আক্তার, স্বপ্না রানী, শান্তি মার্ডি ও ঐশী খাতুন।
প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/মুসা