ভারতের আলোচিত ও বিতর্কিত মডেল উরফি জাভেদ নানা সময় ব্যতিক্রমী পোশাক আর সাহসী রূপে চমকে দিয়েছেন ভক্তদের। তবে এবার তাকে দেখে উদ্বিগ্ন অনেকে। ঠোঁট ফুলে এমনভাবে বিকৃত হয়েছে যে এক ঝলকে দেখে চেনাই মুশকিল।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কিছুদিন আগে চোখ ও মুখ ফুলে গিয়েছিল উরফির। জানা যায়, অ্যালার্জির কারণেই তখন এমনটা হয়েছিল। এবার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, তাঁর ঠোঁট এতটাই ফুলে আছে যে চেহারায়ই বড়সড় পরিবর্তন দেখা গেছে।
এক সাক্ষাৎকারে উরফি জানিয়েছেন, বহু বছর আগে তিনি ঠোঁটে ফিলার্স নিয়েছিলেন। তখন বোটক্সও করিয়েছিলেন। তবে এসব প্রসঙ্গে তিনি বরাবরই খোলামেলা কথা বলে এসেছেন। তার এই স্বচ্ছতা ভক্তদের প্রশংসাও কুড়িয়েছে।
এইবার সেই পুরোনো ফিলার্স সরিয়ে ফেলতেই চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, চিকিৎসক একের পর এক সুচ ফুটিয়ে ফিলার্স অপসারণ করছেন। উরফি জানিয়েছেন, তিনি এখন আর নতুন করে ফিলার্স করাচ্ছেন না, বরং পুরনো নষ্ট হয়ে যাওয়া ফিলার্স সরিয়ে ফেলছেন।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি ফিলার্স করাচ্ছি না। আগে করানো ফিলার্সটাই সরিয়ে ফেলছি। সব নষ্ট হয়ে গিয়েছিল, তাই চিকিৎসকের পরামর্শে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিন সপ্তাহ পর ফের ফিলার্স করাব, তবে এবার মুখে সূচ নয়—চিকিৎসকের নির্দেশ মেনেই সব হবে। তবে এ প্রক্রিয়া খুবই কষ্টদায়ক।’
বিডি প্রতিদিন/আশিক