যারা ব্যক্তিগত চরিত্র হননে নেমেছে তাদের বাংলাদেশের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকালে চট্টগ্রাম নগরীর কাজির দেউরী নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিভাগীয় শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দলীয় কর্মীদের নিজ নিজ এলাকায় গিয়ে উঠোন বৈঠক আয়োজনের আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, প্রত্যেকে এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে যান এবং উঠোন বৈঠক করেন। মানুষ আপনার কাছে আসবে না, আপনাদের যেতে হবে। ওই আগের মতো বক্তব্য দিয়ে হবে না, জনগণের দুয়ারে-দুয়ারে যেতে হবে।