ভারতে ৯-১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিমসটেক যুবা শীর্ষ সম্মেলনে বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে। সম্মেলনে উত্তর-পূর্ব ভারতের ভূমি বঙ্গোপসাগর তীরবর্তী সব রাষ্ট্রের করিডোর হিসেবে তৈরি করতে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গুয়াহাটিতে সংস্থাটির ওই শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সম্মেলনে গুয়াহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশনার আমন্ত্রিত ছিলেন না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সম্মেলনে বিমসটেক গোষ্ঠীর সদস্য দেশগুলোর ৮০ জন উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের সব অংশের প্রতিনিধি এতে অংশ নেন। ভারতের প্রতিবেশী প্রথম, অ্যাক্ট ইস্ট এবং সমুদ্র যোগাযোগের মহাসাগর নীতির ভিত্তিতে এ সম্মেলন আয়োজন করা হয়।
গুয়াহাটি সম্মেলন উদ্বোধন করেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচারিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সম্মেলনে একবিংশ শতাব্দীর ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে, যে নেতৃত্ব সহনশীল, অন্তর্মুখী এবং সমাজের চাহিদার প্রতি দায়বদ্ধ হবে।