ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে অতীতের নির্বাচনি কালিমা থেকে বের হয়ে নিরপেক্ষতার সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কোনো দল, মত বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না। গতকাল রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে কমিশনার বলেন, সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।
কোনো দল, আদর্শ বা ব্যক্তির ওপর দুর্বলতা প্রদর্শন করা যাবে না। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধ করতে হবে। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের মানবিক গুণাবলি অর্জনের ওপরও জোর দেন তিনি।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধে ভিডিও প্রসিকিউশন কার্যক্রম চালু হয়েছে।
অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, চিহ্নিত স্পটে টহল বাড়াতে হবে। নিষিদ্ধ সংগঠনের সহায়তাকারী ও অর্থদাতাদেরও আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।
সভায় যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন আগস্ট মাসের অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        